রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারকে আরও সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে মিয়ানমারকে পদক্ষেপ নেয়ার এবং উদ্বাস্তুদের প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের সাথে পূর্বের চুক্তি অনুসারে কাজ করার আহ্বান জানিয়েছেন।

নিউইয়র্কে চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ আহ্বান জানান।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করার বিষয়টি বিবেচনা করবেন কি না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই তাদের নিজের দেশে ফিরে যাওয়া উচিৎ।’

তবে এ জন্য বাংলাদেশের শক্তি প্রয়োগ করার ধারণা তিনি দেননি বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়।

শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় মনে হচ্ছে উদ্বাস্তুদের ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারকে রাজি করাতে ব্যর্থ হচ্ছে। ‘আমি কাউকে দোষ দেব না, কারণ মিয়ানমার কারও কথা শোনেনি,’ যোগ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ উদ্বাস্তুদের আশ্রয়দান অব্যাহত রাখবে তবে তাদের উপস্থিতি অনেক দুর্ভোগ তৈরি করছে।

‘আমাদের আয়তন মাত্র ১ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার এবং দেশের জনসংখ্যা ১৬ কোটি, সুতরাং কীভাবে আমরা এ লোকদের দীর্ঘকাল আশ্রয় দিতে পারি? আমাদের স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বন উজাড় হচ্ছে- যে অঞ্চলে তারা বাস করছে সেখানে আমাদের বনের একটি বড় অংশ ইতিমধ্যে চলে গেছে,’ বলেন প্রধানমন্ত্রী। তথ্য-ইউএনবি।

আজকের বাজার/এমএইচ