রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ বিতরণে তিন এনজিওর ওপর নিষেধাজ্ঞা

রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণের নামে ভিন্ন কিছু করার অভিযোগে তিনটি বেসরকারি সংস্থার (এনজিও) ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। গতকাল ১১ অক্টোবর সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। কমিটির সভাপতি দীপু মনির সভাপতিত্বে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, গোলাম ফারুক খন্দকার ও মাহজাবিন খালেদ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সদস্য মাহজাবিন খালেদ সাংবাদিকদের বলেন, মুসলিম এইড, ইসলামিক রিলিফ বাংলাদেশ ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন নামের তিনটি এনজিওকে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে নিষেধ করা হয়েছে।

তিনি বলেন, তারা কক্সবাজার গিয়ে শুনেছেন, কিছু বেসরকারি সংস্থা সেখানে ত্রাণ বিতরণের নামে দ্বীন প্রচার করছে। ত্রাণ বিতরণের নামে অন্য কিছু প্রচার করা বন্ধ করার জন্য বলা হয়েছে। আর যারাই ত্রাণ দিতে আসবে, তাদেরকে যাচাই-বাছাই করা ও সমন্বয় কমিটির মাধ্যমে ত্রাণ বিতরণের কথা বলা হয়েছে।

বৈঠক সূত্র জানায়, কমিটির একজন সদস্য বৈঠকে বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু এমন মনোভাব দেখানো যাবে না যে, রোহিঙ্গাদের সাদরে অভ্যর্থনা জানানো হচ্ছে। এমনিতে শরণার্থীদের ফেরত পাঠানো কঠিন প্রক্রিয়া। এর মধ্যে রোহিঙ্গা বিষয়ে বিশ্ব ভিন্নবার্তা পেলে তাদের ফেরত পাঠানো কঠিন হবে। যেসব দেশ এখানে রোহিঙ্গাদের জন্য আবাসনের ব্যবস্থা করার প্রস্তাব করছে, তাদের বলা উচিত তারা যেন তাদের দেশে রোহিঙ্গাদের নিয়ে আশ্রয় দেয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মায়ানমারকে রোহিঙ্গাদের ফেরত নেয়ার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়। এছাড়া রোহিঙ্গারা যে এ দেশে অস্থায়ী ভিত্তিতে বসবাস করছেন, এ বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রচার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে মায়ানমারের ওপর চাপ বাড়ানোয় গুরুত্বারোপ করা হয়।

জানতে চাইলে ইসলামিক রিলিফ বাংলাদেশের সমন্বয়ক (গণমাধ্যম) সাইফুল আজম বলেন, রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ বিতরণে সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের এখনো কোনো অনুমোদন দেয়া হয়নি। এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশে ইসলামিক রিলিফ নামে তিন-চারটি সংস্থা কাজ করছে— কোনটার কথা বলা হয়েছে, সেটাও তারা জানেন না।

আজকের বাজার:এলকে/এলকে ১২ অক্টোবর ২০১৭