কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দিনে ৬০ টি শিশুর জম্ম হয় বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
বৃহস্পতিবার (১৭ মে) সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি এডুয়ার্ড বাইগবেদেরের বরাত দিয়ে আরও বলা হয়, গত নয় মাসে কক্সবাজারে রোহিঙ্গা শিবির ও অস্থায়ী বিভিন্ন আশ্রয়ে ১৬ হাজারের বেশি শিশু জন্ম নিয়েছে। যাদের সবার জীবন ঝুঁকির মুখে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এসব শিশুর অধিকাংশই যৌন সহিংসতার শিকার মায়েদের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে। এ পর্যন্ত মাত্র ১৮ শতাংশ গর্ভবতী মা স্বাস্থ্যকেন্দ্র এসে তাদের শিশুদের জন্ম দিতে পেরেছেন।
গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী। এরপর গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের মুখে সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
আরজেড/