মায়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের করুণ অবস্থা দেখে গেলেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের শীর্ষ নেতারা। সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানীর নেতৃত্বে এক প্রতিনিধি দল ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার কক্সবাজার এলাকায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।
জমিয়তে উলামা হিন্দের পশ্চিমবঙ্গের প্রেস সচিব ইনযিমাম উল হকের দেয়া এক তথ্য বিবরণীতে প্রকাশ, ২৭ সেপ্টেম্বর বুধবার জমিয়তে উলামা হিন্দের সম্পাদক মাওলানা হাকিমুদ্দীন কাশেমী বলেন, আমরা একটি রোহিঙ্গা ক্যাম্প পরির্দশন করেছি। বিগত ২৪ সেপ্টেম্বর থেকে এখানে মানুষ আসতে শুরু করেছে। এ সময় এখানে কমপক্ষে ৫০ হাজার মানুষ রয়েছেন। জমিয়তে উলামায়ে হিন্দ ও ইসলাহুল মুসলিমীনের হযরত মাওলানা মাহমুদ মাদানী ও হযরত মাওলানা ফরিদউদ্দীন মাসউদের প্রচেষ্টায় দীর্ঘমেয়াদী পর্যায়ে ত্রাণ বিতরণের কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, মাওলানা মাহমুদ মাদানী সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। ত্রাণ শিবিরে আশ্রয় নেয়া সমগ্র এলাকা জুড়েই মানুষ প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, যার নজির বর্তমান বিশ্বে নেই। আমরা বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করেছি সেখানে অত্যাচারের শিকার হওয়া ছোট ছোট শিশুদের দেখেছি, তাদের কারো দেহে গুলির চিহ্ন কারো বা হাত কেটে নেয়া হয়েছে। এতিম শিশু ও বিধবা নারীরা সেখানে আছেন। এক শিশু কন্যাকে দেখলাম, যার পরিবারের ৭ জন শহীদ হয়েছে। খুব হৃদয়বিদারক ঘটনা। জমিয়তে উলামায়ে হিন্দ ও ইসলাহুল মুসলিমীনের পক্ষ থেকে সেখানে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
গণমাধ্যমে প্রকাশ, জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানী ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবির ও পাহাড়ের ভেতরে গিয়ে শরণার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন। জমিয়তের পক্ষ থেকে যে সমস্ত মসজিদ নির্মাণ করা হয়েছে, তাও তিনি পরিদর্শন করেন। এছাড়া মাওলানা আসআদ মাদানীর নামে একটি মসজিদের উদ্বোধনসহ সেখানে রোহিঙ্গা ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন। মাওলানা মাদানী এদিন জমিয়তের দীর্ঘমেয়াদী ত্রাণ কার্যক্রমের সুবিধার্থে সেখানে জমিয়তে ওলামায়ে হিন্দ ও ইসলাহুল মুসলিমিনের একটি স্থায়ী শিবিরের উদ্বোধন করেন। ২৭ সেপ্টেম্বর বুধবার তিনি দিল্লিতে ফিরে যান।
আজকের বাজার : এলকে/এলকে ২৯ সেপ্টেম্বর ২০১৭