রোহিঙ্গা শিবিরে যাচ্ছেন তিন নোবেল জয়ী

ছবি : ইন্টারনেট
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে রোববার কক্সবাজার যাচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী। ঢাকার ‘নারীপক্ষ’ সংস্থার আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন তারা।
নোবেল বিজয়ী তিন নারী হলেন- ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও নর্দার্ন আয়ারল্যান্ডের মেইরিড ম্যাকগুয়্যার।

এই তিন নোবেল জয়ী রোহিঙ্গাদের নানা বিষয় নিয়ে কাজ করবেন। তিনজন নোবেল ওমেন্স ইনিশিয়েটিভের সদস্য। ন্যায্যতা, শান্তি ও সমতা নিয়ে কাজ করছেন তিনজনই।

ক্যাম্প পরিদর্শন করে বিশ্ববাসীর সামনে রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরবেন শান্তিতে নোবেল জয়ী এই তিনজন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথাও রয়েছে তাদের।

আরএম/