২০১৭ সালের আগস্ট মাসে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের পর রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানের ফলে স্থানীয় পর্যায়ে নানা রকম আর্থসামাজিক সমস্যা তৈরি হচ্ছে। রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি গভীরতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি প্রত্যাবাসন চুক্তি হয়, যার ফলে মনে হয়েছিল দুই দেশের সমঝোতার মাধ্যমে কোনো ধরনের সংকট ছাড়াই বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবে এবং সমস্যাটি দীর্ঘায়িত হবে না।
কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা এই সমঝোতার কোনো বাস্তবিক প্রয়োগ দেখতে পাইনি। কক্সবাজারের শরনার্থী শিবিরগুলোতে গাদাগাদি করে, মানবেতর অবস্থায় থাকা রোহিঙ্গাদের কিছুটা ভালভাবে রাখতে ভাষানচর নামে একটি দ্বীপে প্রথম পর্বে ১ লাখ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনা করে বাংলাদেশ সরকার। তাতে ৩৫০০ জন স্বেচ্ছায় যেতে চায়। কিন্তু জাতিসংঘ, ইউএনএইচসিআর, আইওএম এবং বিশ্ব খাদ্য সংস্থা ভাষানচরকে অনিরাপদ, আইসলেটেড এবং বন্যা উপদ্রুত বলে তাতে সায় না দেয়ায় সে পরিকল্পনাও ব্যার্থ হয়।
এই অবস্থায় রোহিঙ্গা শিবিরের বাস্তবিক অবস্থা নিয়ে আনেকের মনে শংকা। অনেকে একে বড় ও দীর্ঘস্থায়ী সংকট হিসাবে দেখছে।
আজকের বাজার/লুৎফর রহমান