রোহিঙ্গা সংকটে যাদুটোনা কাজে লাগবে না: জাতিসংঘ

The high-level 15-member delegation of the UN Security Council talk to Rohingya refugees during their visit to Tombru in the Bangladeshi district of Bandarban on April 29, 2018. / AFP PHOTO / -

রোহিঙ্গা সংকট ভয়ঙ্কর সংকট,এ সংকটে জাদুটোনা কাজে লাগবে না বলে মন্তব্য করেছেন  জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল।

এর আগে রোববার সকাল ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে শূন্যরেখায় আশ্রয় শিবিরে গিয়ে সরাসরি রোহিঙ্গাদের কাছ থেকে নৃশংসতার কাহিনি শোনেন তারা।

এর পর ব্রিফিং কক্ষে ঢুকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘের এই প্রতিনিধিরা। এর মধ্যে কক্সবাজারের স্থানীয় প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রোহিঙ্গাদের নিয়ে তাদের কাছে নানা তথ্য-উপাত্ত সরবরাহ করেন।

প্রসঙ্গত, রোহিঙ্গা ইস্যুতে ইউএনএসসির প্রেসিডেন্ট পেরুর গুস্তাভো মেজা-চুয়াড্রার নেতৃত্বে প্রতিনিধিদলটি ইরাক থেকে কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইটে শনিবার বিকাল সোয়া ৪টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।পরে তারা কক্সবাজার সীমান্তের শূন্যরেখায় যান।

আরজেড/