রোহিঙ্গা ইস্যুতে শান্তিপূর্ণ ও গ্রহণ যোগ্য একটি সমাধান চায় ভারত।
সোমবার রাষ্টীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে এ কথা বলেন।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন,রোহিঙ্গাদের ফেরত পাঠানো ও তিস্তা চুক্তির বিষয়ে ভারত আন্তরিক । এ জন্য মিয়ানমার ও বাংলাদেশ দুই দেশকেই সহযোগিতা করছে ভারত।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুসহ তিস্তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।‘ভারত যত দ্রুত সম্ভব এটি সমাধান করবে, আমি খুশি’।
সকাল সাড়ে ৯টায় শুরু হয় এই বৈঠক। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। এছাড়া বৈঠকে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব গোখলে বলেন, ‘ভারত ও বাংলাদেশ সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। ভারত দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ সবচেয়ে গুরুত্ব দেয়। দুই দেশের সম্পর্ক এখন সর্বোচ্চ উচ্চতায়’।
বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
আজকের বাজার/আরজেড