রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থেকে মিশর সব রকমের সহযোগিতা দেবেন বলে জানিয়েছেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী খালেদ তারওয়াত।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ এবং মিশরের মধ্যে ফরেন্স অফিস কনসালটেশন বৈঠকে তিনি এ কথা জানান। মিশরের সহকারী পররাষ্ট্র মন্ত্রী দুদিনের সফরে শনিবার ঢাকা এসে পৌঁছান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং মিশরের পক্ষে সহকারী পররাষ্ট্রমন্ত্রী খালেদ তারওয়াত প্রতিনিধিত্ব করেন। বৈঠকে বাংলাদেশ ও মিশরের কূটনীতিকদের একাডেমিক পর্যায়ে শিক্ষা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।
বৈঠক শেষে মিশরের সহকারী পররাষ্ট্র মন্ত্রী খালেদ বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গা সংকট নিয়ে যে ধরণের মোকাবেলা করছে, মিশরের একই ধরনের সংকট মোকাবেলার অভিজ্ঞতা রয়েছে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় মিশরের সমর্থন অব্যাহত থাকবে।’
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে মিশর তৎপর থাকবে বলেও আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘দুই দেশ একসঙ্গে কাজ করে আরও উন্নতির শিখরে উঠতে চাই। এই অঞ্চলে মিশরের কাছে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্র।’
বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘রোহিঙ্গা সংকট, মধ্যপ্রাচ্যের শান্তি, ফিলিস্তিন ইস্যুসহ দুই দেশের সার্বিক দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মিশরের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়। বিশেষ করে বাণিজ্য, শিক্ষা ও জ্বালানী খাতে।’
মিশরের সুবিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে এ মুহূর্তে দুইশ মতো বাংলাদেশি শিক্ষার্থী লেখাপড়া করছেন বলেও জানান পররাষ্ট্র সচিব।
এমআর/