জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালে সোমবার (১৪ মে) রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। এএফপি এ তথ্য জানায়।
মার্কিন দূত নিকি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপত্তা পরিষদের প্রত্যক্ষ হস্তক্ষেপ জরুরি।
তিনি আরো বলেন, এই সংকট সমাধানে বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণে বাধ্য কারার মতো হাতিয়ার আমাদের আছে এবং আমাদের অবশ্যই এটা প্রয়োগ করতে হবে।
উল্লেখ্য, রাখাইনের প্রায় ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম প্রাণভয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
আজকের বাজার/একেএ