রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করতে চায় জাপান।
মঙ্গলবার সন্ধ্যায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-জাপান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা-নেপিদোর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জাপান। টোকিওতে বাংলাদেশ-মিয়ানমারকে নিয়ে এ বিষয়ে আলোচনা করতে চায়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, বাংলাদেশ জাপানের ওই প্রস্তাব বিবেচনা করবে। তবে তিনি মনে করেন, এর আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়ে যাবে।
সোমবার রাতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসেন। সকালে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। বিকেলে ঢাকায় ফিরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেন।
উল্লেখ্য, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর তিন দিনের বাংলাদেশ সফর শেষে আজ বুধবার মিয়ানমার যাচ্ছেন।
আজকের বাজার/লুৎফর রহমান