রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের পরিবেশ ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
৯ জুলাই রোববার সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার ও শরণার্থী বিষয়ক প্রতিনিধিদল সঙ্গে বৈঠকে এই তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এতে বাংলাদেশ পরিবেশ ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আলোচনার উদ্যোগ নিতে হবে জাতিসংঘকে।
প্রতিনিধি দলের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি জানিয়েছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তারা শিগগিরই মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার ব্যাবস্থা করবে।
আজকের বাজার:এলকে/ এলকে/ ০৯ জুলাই ২০১৭