রোহিঙ্গা সেল গঠন করেছে সরকার

রাখাইনে চলমান সহিংসতায় মিয়ানমার থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ও সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে রোহিঙ্গা সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১০ সেপ্টেম্বর রোববার স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রোহিঙ্গা অনুপ্রবেশে সার্বিক প্রতিবেদন, পুশব্যাক সম্পর্কিত তথ্য, রোহিঙ্গাদের সর্বশেষ আদমশুমারির অগ্রগতি, রোহিঙ্গা আবাসন ও মানবিক সহায়তা সম্পর্কিত কার্যক্রস, বিদেশি এবং আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তা সফর সম্পর্কিত তথ্য, সহায়তা প্রদানে নিয়োজিত সরকারি-বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম এবং সীমান্তে আইন-শৃংখলা নিয়ন্ত্রণ কার্যক্রমের হালনাগাদ তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করবে এ সেল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু হেনা মোস্তফা জামানকে এ সেলের প্রধান করা হয়েছে। প্রধান বিকল্প কর্মকর্তা করা হয়েছে জননিরাপত্তা বিভাগের উপসচিব মুহাম্মদ ফারুক উজ জামানকে। দ্বিতীয় বিকল্প প্রধান কর্মকর্তা করা রয়েছে জননিরাপত্তা বিভাগের উপসচিব মুনির হোসেন চৌধুরীকে। অতিরিক্ত সচিব মো. শামসুর রহমান সেলের প্রধান সমন্বয়ক এবং যুগ্ম সচিব শফিকুর রহমান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাখাইনে নিপীড়নের মুখে ২৫ অগাস্ট থেকে অন্তত ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে বলে জাতিসংঘের ধারণা। এ পরিস্থিতি মোকাবেলা এবং রোহিঙ্গা শরণার্থীদের মৌলিক সেবা নিশ্চিত করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে। জরুরি ত্রাণ সহায়তার জন্য এর মধ্যে জাতিসংঘের জরুরি ত্রাণ তহবিল থেকে ৭০ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। সহায়তা দিচ্ছে মালয়েশিয়া, ডেনমার্ক ও তুরস্ক।

আজকের বাজার : এমএম / ১০ সেপ্টেম্বর ২০১৭