রোহিঙ্গা স্রোত ধারণের ক্ষমতা বাংলাদেশের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মিয়ানমার সন্ত্রাস দমনের নামে যেভাবে রোহিঙ্গাদের উপর নির্যাতন করছে তা অমানবিক। এই নির্যাতন বন্ধের দাবি জানিয়েছি আমরা। আমরা চারবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানিয়েছি।’
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে ঈদ পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
কাদের বলেন, ‘রোহিঙ্গা পরিস্থিতি আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। যেভাবে তাদের স্রোত আসছে তা অত্যন্ত উদ্বেগজনক। এপর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ বাংলাদেশ প্রবেশ করেছে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আমরা মানবিক দিক বিবেচনা করছি বলেই এতো মানুষ আসতে পেরেছে। প্রধানমন্ত্রীও বিষয়টি সেভাবেই আমাদের দিকনির্দেশনা দিয়েছেন।’
মন্ত্রী বলেন, ‘তবে এই জনস্রোতের বিশাল বোঝা আমাদের বইবার ক্ষমতা নেই। নির্যাতিত মানুষের সঙ্গে মাদক এবং অস্ত্র আসছে কি না সেটিও দেখার বিষয় আছে। এই বিষয়টিও বেশ উদ্বেগজনক। আমরা জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছি মিয়ানমারের নাগরিকদের সেদেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করা হোক।’
গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর সেখানে নতুন করে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।
এরপর বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামে। জাতিসংঘের হিসাবে, বুধবার পর্যন্ত এই দফায় প্রায় এক লাখ ৪৬ হাজার মানুষ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকেছে।
কাদের বলেন, বিএনপি রোহিঙ্গা ইস্যুতে মাঠে নেমেছে। তাদের এ আন্দোলন নিয়ে আমি উদ্বিগ্ন। কারণ তারা নিজেরা নিজেরা সংঘর্ষ বাধিয়ে দায় চাপায় আমাদের উপর। এ কারণেই আমি উদ্বিগ্ন, না জানি তারা আবার নিজেদের মধ্যে সংঘর্ষ বাধায়। কণ্ঠশিল্পী হায়দারের গানের উদ্বৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন মাইনকার চিপায়।’
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবিতে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বে নির্বাচন যেভাবে হয় সেভাবেই আমাদের দেশে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কিছু নেই।’
ঈদ যাত্রায় মানুষ স্বস্তিতে ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ বছর কোরবানির ঈদের মোটা দাগে কোনো বিশৃঙ্খলা হয়নি। মানুষ স্বস্তিতেই ঈদ উদযাপন করেছে। সড়ক দুর্ঘটনাও কম হয়েছে।’
কাদের বলেন, ‘গত ঈদে সড়ক দুর্ঘটনা হয়েছে ৮৬টি। এরমধ্যে ১২২ থেকে ১২৩ জন মানুষ মারা গেছে। আহত হয়েছে ৫০০ জন। আর এ বছর দুর্ঘটনা ঘটেছে ৪৫টি। মানুষ মারা গেছে ২৫ থেকে ৩০ জন। আহত হয়েছে ১০০ এর মতো মানুষ।
আজকের বাজার:এলকে/এলকে/ ৭ সেপ্টেম্বর ২০১৭