রোহিঙ্গা মুসলিম হত্যাযজ্ঞের স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স রাখাইনে গণহত্যার প্রমাণ তুলে ধরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এরপরই এ আহ্বান জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নোয়ের্ট বলেন, রাখাইনে প্রথমে গণকবরের সন্ধান, তারপর গণহত্যার যেসব চিত্র উঠে আসছে, তা উদ্বেগজনক। এ অবস্থায় ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে মিয়ানমার সরকারকে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করতে হবে।
রোহিঙ্গাদের ওপর বর্বরতার তথ্যপ্রমাণকে ‘ভীতিকর’ বলে উল্লেখ করেন জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক। তিনি বলেন, প্রকৃত অবস্থা জানতে আন্তর্জাতিক তদন্ত জরুরি হয়ে পড়েছে।
আজকের বাজার : আরএম/১০ ফেব্রুয়ারি ২০১৮