রাখাইন রাজ্যে ১০ রোহিঙ্গাকে হত্যার দায়ে সাত সেনাকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দেশটির সেনা প্রধান মিন অং লাইংয়ের ফেইসবুক পাতায় প্রকাশিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।
রাখাইনের প্রত্যন্ত অঞ্চলে ১০ রোহিঙ্গা মুসলমানকে হত্যার দায়ে এ সাজা দেয়া হয়। ১০ বছর কারাগারে থাকার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে কঠোর শ্রমের কাজেও নিযুক্ত থাকতে হবে দণ্ডপ্রাপ্তদের।
উল্লেখ, গত ১৮ই ডিসেম্বর রাখাইনের ইন দিন গ্রামে গণকবরে ১০ রোহিঙ্গার মরদেহ পাওয়া যায়। তারা গণহত্যার শিকার হয়েছিলেন, এমন তথ্য প্রমাণ তুলে আনেন রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সোয়ে। রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে পরে তাদের গ্রেপ্তার করা হয় ।এখনও তারা বন্দি রয়েছেন।
আজকের বাজার/আরজেড