মিয়ানমার সেনাবাহিনীর বর্বরোচিত নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় ক্যাম্প শালবাগানের কমিটি গঠন করা হয়েছে। প্রথমবারের মতো গঠিত কমিটিতে নিজেদের মধ্য থেকে এক নারী সদস্যকে ক্যাম্প কমিটির প্রধান হিসেবে নির্বাচন করেছে রোহিঙ্গা মুসলমান।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংগঠন ইউএনএইচসিআর রোহিঙ্গাদের মধ্যে গণতান্ত্রিক চর্চার লক্ষ্যে কমিটি নির্বাচনের আয়োজন করে। অ্যাডভেন্টিস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিলিফ এজেন্সি-এডিআরএ এবং বাংলাদেশ কর্তৃপক্ষ এতে সহায়তা করে। খবর ইউএনবির।
শালবাগান ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা কমিটির প্রধান নির্বাচনের পাশাপাশি তার ডেপুটি ও সহকারী এবং ১২টি ব্লকের প্রতিনিধি নির্বাচন করেন। এর মধ্যে অর্ধেকের বেশি ছিল নারী প্রতিনিধি।
কক্সবাজারে ইউএনএইচসিআর’র জেষ্ঠ্য সুরক্ষা সমন্বয়কারী বার্নাডেট ক্যাসেল-হোলিংসওয়ার্থ বলেন, ‘এটি একটি অসাধারণ কৃতিত্ব। শালবাগানের রোহিঙ্গা শরণার্থীরা সিদ্ধান্ত নেন যে তাদের প্রতিনিধিদের অর্ধেক হবে নারী। সে লক্ষ্য তারা বাস্তবায়ন করেছে। এর জন্য তাদের ধন্যবাদ জানাই।’
বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ আবদুল কালাম বলেন, ‘রোহিঙ্গাদের এই নির্বাচন, গণতান্ত্রিক ধারায় রূপান্তরের বিষয়টি আরো স্পষ্ট করলো।’
গত সাত সপ্তাহ আগে শালবাগান শরণার্থী ক্যাম্পে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। কমিটির নব নির্বাচিত সদস্যরা চলতি সপ্তাহেই ইউএনএইচসিআর সহ অন্যান্য সংস্থা ও সংগঠনগুলোর সাথে কাজ শুরু করবে।
আজকের বাজার/এমএইচ