ইন্দোরে সিরিজে প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ১৫০ রানের জবাবে ব্যাট করছে ভারত। হলকার স্টেডিয়ামে এ ম্যাচের মধ্য দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা করেছে বাংলাদেশ।
ভারতের স্কোর : ৩৫/১
কয়েকদিন আগে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দুইটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি হাঁকান রোহিত শর্মা। টেস্টে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে উন্নীত হওয়ার পরপই উইলোবাজি দেখাচ্ছেন এ ভারতীয় মারকুটে ব্যাটসম্যান।
বাংলাদেশকে অল্প পুঁজিতে থামিয়ে দেওয়ার পর বড়সড় সংগ্রহের লক্ষ্য নিয়ে ব্যাটিং শুরু করে ভারত। তবে ওপেনার রোহিত ফিরে গেলেন দ্রুত। আবু জায়েদ রাহির বলে ছয় রান করে আউট হন তিনি। এতে ১৪ রানে ওপেনিং জুটি ভাঙে স্বাগতিকদের। কাকতালীয় হলেও সত্য ইন্দোর টেস্টের প্রথম দিনে চার ওপেনারের তিনজনই আউট হলেন ছয় রানে। তবে মায়াঙ্ক আগারওয়াল দুই অঙ্কের স্পর্শ করেছেন এরইমধ্যে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। দলের পক্ষে মুশফিক সর্বোচ্চ ৪৩ ও মুমিনুল ৩৭ রান করেন। ভারতের পক্ষে শামি শিকার করেন তিন উইকেট।