প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ৯ জুলাই মঙ্গলবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে শুরু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এরআগে প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে বরাদ্দ দেয়া শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা হয়। এবং গত ২৩ মে লটারির মাধ্যমে প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়।
গত ২৩ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। এর আগে বিএসইসির ৬৭৬তম সভায় আইপিও অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড অভিহিত মূল্য ১০ টাকা দরে দেড় কোটি শেয়ার ইস্যু করবে।
আইপিওর মাধ্যমে উত্তোলিত ১৫ কোটি টাকা দিয়ে প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণ করবে। ইন্টেরিয়র ফিনিশিং অ্যান্ড ফার্নিচার, জমি ক্রয় এবং আইপিও খরচ বাবদ মূলত ব্যয় হবে এই টাকা।
সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।
আজকের বাজার/মিথিলা