এটিপি বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ অবস্থান থেকে ছিটকে গেছেন সাবেক নাম্বার ওয়ান রাফায়েল নাদাল। এদিকে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলা স্প্যানিশ টিন এজার কার্লোস আলকারাজ ১৭ ধাপ উপরে উঠে র্যাঙ্কিংয়ের ৩৮তম স্থান দখল করেছেন। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে পরাজয়ের পর পায়ের ইনজুরির কারনে কোর্টের বাইরে রয়েছেন নাদাল। নতুন র্যাঙ্কিং অনুযায়ী একধাপ নীচে নেমে নাদাল ষষ্ঠ স্থানে রয়েছেন।
রোববার ইউএস ওপেনের ফাইনালে দ্বিতীয় র্যাঙ্কধারী ডানিল মেদভেদেভের কাছে পরাজয়ের পরও জকোভিচ স্বাচ্ছন্দ্যেই শীর্ষস্থানটি ধরে রেখেছেন। কব্জির ইনজুরির কারনে নিউ ইয়র্কে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়া ডোমিনিক থিয়েমেরও অবস্থানের অবনতি হয়েছে। ষষ্ঠ স্থান থেকে এই অস্ট্রিয়ান তারকা নেমে গেছেন অষ্টম স্থানে।
১৮ বছর বয়সী আরকারাজ ৫৮ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। কিন্তু থাইয়ের ইনজুরির কারনে শেষ আটের লড়াইয়ে কানাডার ফেলিক্স অগার-এ্যালিয়াসিমের বিপক্ষে দ্বিতীয় সেট শেষ না করেই ম্যাচ থেকে সড়ে যেতে বাধ্য হন। চার ধাপ উপরে উঠে অগার-এ্যালিয়াসিমে ১১ নম্বর স্থান দখল করেছেন। প্রত্যাশার বাইরে থেকে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে খেলা আরো দুই খেলোয়াড়েরও র্যাঙ্কিং অবস্থানের উন্নতি হয়েছেন। দক্ষিণ আফ্রিকান লয়েড হ্যারিস ১৫ ধাপ উপরে উঠে ৩১তম স্থান এবং ডাচ কোয়ালিফায়ার বোটিচ ফন ডি জান্ডশুল্প ৫৫ ধাপ উপরে উঠে র্যাঙ্কিংয়ের ৬২তম স্থান দখল করেছেন।
এটিপি শীর্ষ ১০ র্যাঙ্কিং:-
১. নোভাক জকোভিচ (সার্বিয়া) ১২১৩৩ রেটিং পয়েন্ট
২. ডানিল মেদভেদেভ (রাশিয়া) ১০৭৮০
৩. স্টিফানোস সিতসিপাস (গ্রীস) ৮৩৫০
৪. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী) ৭৭৬০
৫. আন্দ্রে রুবলেভ (রাশিয়া) ৬১৩০
৬. রাফায়েল নাদাল (স্পেন) ৫৮১৫
৭. মাত্তেও বেরাত্তিনি (ইতালি) ৫১৭৩
৮. ডোমিনিক থিয়েম (অস্ট্রিয়া) ৪৯৯৫
৯. রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ৩৬৭৫
১০. কাসপার রুড (নরওয়ে) ৩৪৪০ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান