অনেক দিন হলো টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ। তাতে কী, র্যাঙ্কিংয়ে ঠিকই উন্নতি হয়েছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। অন্যদের ব্যর্থতার সুযোগ উপরে ওঠার সুযোগ পান কাটার বয়। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এখন পাঁচ নম্বরে মোস্তাফিজ। অলরাউন্ডার বিভাগে যথারীতি সবার উপরে আছেন সাকিব আল হাসান।
আগের র্যাঙ্কিংয়ের ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েলস বদ্রি ছিলেন পাঁচ নম্বরে। কিন্তু সম্প্রতি ভালো করতে না পারায় রেটিং পয়েন্ট কমেছে তার। পাঁচে থেকে তিনি নেমে গেছেন ছয় নম্বরে। অন্যদিকে ছয় থেকে পাঁচে ওঠে গেছেন মোস্তাফিজুর রহমান। কাটার বয়ের রে্টিং পয়েন্ট এখন ৬৯৫।
পাকিস্তানের ইমাদ ওয়াসিম ধরে রেখেছেন শীর্ষস্থান। দুই নম্বরে আছেন ভারতীয় পেসার বুমরাহ। তিনে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। চারে আছেন আফগান স্পিনার রশীদ খান।
অলাররউন্ডারের শীর্ষে থাকা সাকিব আল হাসানের পয়েন্ট ৩৫৩। দুইয়ে অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল, তিন নম্বরে আফগানিস্তানের মোহাম্মদ নবি, চারে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস। আর ২০৩ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছেন মাহমুদ উল্লাহ রিয়াদ।
আজকের বাজার : এলকে/এলকে ১৭ সেপ্টেম্বর ২০১৭