র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকানোর সুযোগ টাইগারদের সামনে!

মেহরাজ মোর্শেদ : ইতিমধ্যে ২০১৯ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এখন আর বাছাই পর্ব খেলতে হবে না টাইগারদের। যে কারণে বাংলাদেশ ছেড়ে জিম্বাবুয়েতে চলে গেছে বাছাই পর্বের ভেন্যু।

আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে বর্তমানে সাত নম্বরে অবস্থান টাইগারদের। তবে পাকিস্তানকে টপকে ছয নম্বরে ওঠার সুযোগ অপেক্ষা করছে মাশরাফি বাহিনীর সামনে।

ঘোর অনিশ্চয়তার খেলা ক্রিকেট। এ কারণে সামনে আসছে এ কঠিন সমীকরণ। রবিবার থেকে শুরু হচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

তবে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ যে মোটেও সহজ হবে না, তা বোঝা যাচ্ছে টেস্টের ফলাফলেই। এর আগে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়ে ধবল ধোলাই হতে হয়েছিল অজিদের।

সেখানে বাংলাদেশের কাছ থেকে খুব বেশি আশাও করা কঠিন। তবে মাশরাফি বাহিনী বলে কথা! ভালো কিছু তো হয়েও যেতে পারে। ভালো কিছু হলে র‌্যাঙ্কিংয়ে ভালো ফলও অপেক্ষা করছে টাইগারদের জন্য।

এমনকি পাকিস্তানকে পিছনে ফেলে ছয় নম্বরে ওঠার সুযোগ অপেক্ষা করছে টাইগারদের সামনে। রেটিং পয়েন্টে প্রথমবারের মতো সেঞ্চুরিও করে ফেলতে পারে বাংলাদেশ।

বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯৪। তিন ম্যাচে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ধবল ধোলাই করলে বাংলাদেশের পয়েন্ট এক লাফে ১০০ তে উঠে যাবে। যেটা আসলে খুবই কঠিন।

অবশ্য ৯৫ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ে ছয় নম্বরে থাকা পাকিস্তানকে টপকানোর সম্ভাবনাও অসম্ভব কিছু নয়। তার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্তত একটা ম্যাচ জিততে হবে টাইগারদের।

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ভালো করতে হবে শ্রীলংকাকে। লংকানদের কাছে ৩-২ ব্যবধানে হারলে পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে ৯৩। সেক্ষেত্রে পাকিস্তানকে পিছনে ফেলে ছয নম্বরে ওঠার ভালো সুযোগ এসে যাবে বাংলাদেশের সামনে।

পাকিস্তানের বিপক্ষে যত ভালো করবে লংকান বাহিনী, ততই সুখবর বাংলাদেশের জন্য। যদি ৪-১ ব্যবধানে শ্রীলঙ্কা সিরিজ জিতে তাহলে দক্ষিণ আফ্রিকার কাছে ধবল ধোলাই হয়েও পাকিস্তানকে টপকে ছয় উঠে যাবে বাংলাদেশ।

আজকের বাজার : এমএম / ১৪ অক্টোবর ২০১৭