রাজবাড়ীর গোয়ালন্দে দেবগ্রাম ইউনিয়নে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে। র্যাবের দাবি-নিহত দুজন চরমপন্থি দলের সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে চারটি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার,১২ মে দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন–রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ি গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে লালন ও পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের শফি মুন্সীর ছেলে বাপ্পী। ‘বন্দুকযুদ্ধে’র সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
র্যাব-৮–এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বন্দুকযুদ্ধে’ র্যাবের দুই সদস্য আহত হয়েছেন
আজকের বাজার:এলকে/এলকে/১৩ মে,২০১৭