র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক (ডিজি) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন সিআইডি প্রধানের দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আজ বুধবার সকালে তিনি উত্তরায় র্যাব সদর দপ্তরে এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় র্যাবের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সুজয় সরকার আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব এর প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে। ইতিপূর্বে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধানের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। আবদুল্লাহ আল মামুন বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান