র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল আশিক বিল্লাহ। তিনি সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হয়েছেন। অন্যদিকে দুটি দায়িত্বে (আইন ও গণমাধ্যম শাখা এবং গোয়েন্দা শাখা) থাকা লে. কর্নেল সারওয়ার এখন থেকে বাহিনীর গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই দায়িত্ব প্রদান করা হয়।
আইন ও গণমাধ্যম শাখার নতুন পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ যমুনা নিউজকে বলেন, গণমাধ্যম এবং আইনী বিভাগ একটা কঠিন চ্যালেঞ্জ। আগে একটি ক্রাইম ব্রাঞ্চের প্রধান ছিলাম। কাজের ক্ষেত্রও পাল্টে যাবে। সদর দফতরের গুরুদায়িত্ব পালন করতে সব গণমাধ্যম কর্মীদের সহায়তা চান তিনি।
লে. কর্নেল আশিক বিল্লাহ গত বছরের ৩ ফেব্রুয়ারি র্যাব-২ এর অধিনায়কের দায়িত্ব পান। ক্যাসিনো অভিযান থেকে শুরু করে মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকার কিশোর গ্যাংয়ের আধিপাত্য বন্ধে ব্যাপক ভূমিকা রেখেছেন র্যাবের এই কর্মকর্তা।