দুবাইয়ে দ্বিতীয় টেস্টে ৬৮ রানে জিতে দুই টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছে লংকানরা।
প্রথম ইনিংসে ১৯৬ রান করায় প্লেয়ার অব দ্যা ম্যাচ এবং প্লেয়ার অব দ্যা সিরিজ এর পুরস্কার পেয়েছেন লংকান ওপেনার করুণারত্নে।
প্রথম ইনিংসে শ্রীলংকার ৪৮২ রানের জবাবে পাকিস্তান অলআউট হয় ২৬২ রানে। দ্বিতীয় ইনিংসে লংকানরা অলআউট হয়েছে ৯৬ রানে।
৩১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ৩৩ ওভার খেলেই মাত্র ৫২ রানেই পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান দল।
তবে আসাদ শফিকের সেঞ্চুরি এবং অধিনায়ক সরফরাজ আহমেদের হাফ-সেঞ্চুরিতে ৬ষ্ঠ উইকেটে ১৭৩ রানের জুটি স্বপ্ন দেখাচ্ছিল পাকিস্তানকে।
১৩০ বলে ৫টি বাউন্ডারিতে ব্যক্তিগত ৬৮ রানে সরফরাজ আউট হন। ১৭৬ বলে ১০টি বাউন্ডারিতে ১১২ রান করে আউট হন আসাদ শফিক।
মাত্র ২৩ রানে শেষ ৫টি উইকেট তুলে নিয়ে ২৪৮ রানে অল আউট করে পাকিস্তানকে ২-০ তে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতেছে শ্রীলংকা।
আজকের বাজার : এমএম / ১১ অক্টোবর ২০১৭