পুঁজিবাজারের তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন হাসান জাবেদ চৌধুরী।
সূত্র মতে, গত বছরের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় হাসান জাবেদ চৌধুরীকে সিইও হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের আলোকে বিএসইসিতে অনুমোদনের জন্য পাঠানো হয়। বুধবার ৩ জানুয়ারি তাঁর নিয়োগের বিষয়ে অনুমোদন দেয় বিএসইসি।
বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে এ পদের জন্য অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে তিনি একই প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে কর্মরত ছিলেন। লংকাবাংলায় যোগ দেওয়ার আগে তিনি বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। চাকুরী জীবনের ১৫ বছরের মধ্যে ডিএইচএল, মবিল, যমুনা লুব্রিক্যান্টস লিমিটে ও গ্রামীন ফোন লিমিটেডে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।