শ্রীলংকা পৌঁছে প্রথম কোভিড পনরীক্ষায় উত্তীর্ন হয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। রোববার লংকা পৌঁছানোর পর তাদের প্রথম করোনা পরীক্ষা করা হয়। গত বছরের মার্চে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকায় গিয়েছিলো ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু করোনাভাইরাসের কারনে সিরিজ শুরু না করেই দেশে ফিরে গিয়েছিল জো রুটের দল।
সেই অসমাপ্ত টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকায় পা রাখলো ইংল্যান্ড। ইংল্যান্ড থেকে শ্রীলংকার সকল বিমান চলাচল বন্ধ। তবে বিশেষ চার্টার্ড বিমানে শ্রীলংকার হাম্বানটোটার মাটালা রাজাপক্ষ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রুটের দল।
সেখানে পৌঁছানোর পর সকল খেলোয়াড়-স্টাফদের করোনা পরীক্ষায় করা হয়। এছাড়া তাদের জুতো এবং লাগেজে জীবাণুনাশক ছিটানো হয়।
শ্রীলংকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বিমান বন্দর থেকে পুরো দলকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবে তারা। কোয়ারেন্টাইন চলাকালীন আবারো করোনা পরীক্ষা করা হবে পুরো দলের।
পরীক্ষায় নেগেটিভ আসলে, অনুশীলন শুরু করতে পারবে ইংল্যান্ডের ক্রিকেটাররা।
১৪ জানুয়ারি শুরু হবে টেস্ট সিরিজ। ২২ জানুয়ারি হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। দু’টি টেস্টই হবে গল-এ।