লংগদুতে যুবলীগ নেতা হত্যায় ২ জন গ্রেফতার

রাঙামাটির লংগদু উপজেলায় যুবলীগ নেতা নুরুল ইসলামকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- জুনেল চাকমা (১৮) ও রুনেল চাকমা (৩৬)। তথ্যের ভিত্তিতে নিহত নুরুল ইসলামের মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চলছে।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আলী আহমদ জানান, জুয়েল চাকমা ও রমেল চাকমাকে গ্রেফতার করা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধারে মাইনি নদীর আশপাশে অভিযান চালছে।

নিহত নুরুল ইসলাম উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১ জুন দুপুরে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে চার কিলো এলাকা থেকে নুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি লংগদু উপজেলা সদরে। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেল চালাতেন। ঘটনার দিন দুজন পাহাড়ি নুরুল ইসলামের মোটরসাইকেল ভাড়া করেন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তার লাশ উদ্ধার করা হয়।

আজকের বাজার: আরআর/ ১০ জুন ২০১৭