করোনা সংকট নিয়ন্ত্রণ করতে সীমান্ত কার্যত বন্ধ করে দেয় ইউরোপের দেশগুলো। কড়াকড়ি আরোপ করায় ছেদ পড়ে বাধাহীন যাতায়াতে। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সীমান্তে বিদ্যমান কড়াকড়ি শিথিলের চিন্তা-ভাবনা করছে দেশগুলো।
লুক্সেমবার্গ সীমান্তে এরইমধ্যে কড়াকড়ি কিছুটা শিথিল করেছে জার্মানি। ডেনমার্ক, হাঙ্গেরিসহ আরো কয়েকটি দেশ সীমান্ত খুলে দেয়ার পথে এগোচ্ছে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শেঙেন চুক্তির বাইরে গিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো নিজ নিজ সীমান্তে কড়াকড়ি আরোপ করে। ফলে বন্ধ হয়ে যায় ইইউর দেশগুলোয় বাধাহীন যাতায়াত। সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ইউরোপে।
সংক্রমণ ও মৃত্যুর নিয়ন্ত্রণে আনতে পেরেছে অনেক দেশগুলো। ফলে স্থবির হয়ে থাকা অর্থনীতি চালুর দিকে নজর দিচ্ছে দেশগুলো। এরই ধারাবাহিকতায় করা হচ্ছে সীমান্ত খুলে দেয়ার চিন্তা-ভাবনা।