করোনাভাইরাসের এই সংকটের সময়ে রাজধানীবাসীর দোরগোড়ায় ডাকসেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ ডাকঘর চালু হয়েছে।
এ ছাড়া রাজশাহী ও খুলনা মেট্রোপলিটন শহরেও দুটি ভ্রাম্যমাণ ডাকঘর চালু করা হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। পর্যায়ক্রমে দেশব্যাপী ভ্রাম্যমাণ ডাকঘর ছড়িয়ে দেয়া হবে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সোমবার বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ঢাকায় জিপিও চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৯টি ভ্রাম্যমাণ ডাকঘর উদ্বোধন করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকার লকডাউনের আওতাভুক্ত এলাকায় জনগণের দোরগোড়ায় ডাকঘর সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র, জরুরি চিঠিপত্র, ওষুধ ও করোনা চিকিৎসা সংক্রান্ত উপকরণ, পার্সেল, ডিজিটাল কমার্স, ইএমটিএস ও ডাক জীবন বীমা দেয়ার লক্ষ্যে এই সেবা চালু করা হয়েছে।