ফ্রান্সে লকডাউন শিথিলের পর এখনও সেখানে ভাইরাস সংক্রমন বেড়ে যাওয়ার কোন লক্ষণ দেখা যায়নি।
ফ্রান্সে প্রতিদিনের মৃত্যুর সংখ্যা নি¤œগামী হওয়ার প্রেক্ষাপটে বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রী এ কথা বলেন।
ফ্রান্স গত ১১ মে দেশটিতে দু’মাস ধরে চলা লকডাউন শিথিল করে।
স্বাস্থ্য মন্ত্রী অলিভার ভেরন সতর্ক করে বলেন, লকডাউন শিথিলের প্রভাব মূল্যায়ন এতো তাড়াতাড়ি করা সম্ভব নয়। তবে তিনি বলেন, এখনও পর্যন্ত ভাইরাস বিস্তারের কোন লক্ষণ দেখা যায়নি।
কেবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, লকডাউন শিথিলে মহামারির প্রভাব জানতে অন্তত ১০ থেকে ১৫ দিন সময় প্রয়োজন।
কিন্তু হাসপাতাল ও হেল্থ কেয়ার ইউনিটে রোগীর সংখ্যা কমছে বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্রান্সে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ১১০ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৩২ জনে।
নিবিড় পরিচর্যা কেন্দ্রের রোগী সংখ্যা আগের দিনের তুলনায় ১০০ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৪ জনে।