জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে মাল ও নগদ টাকাসহ ১০টি দোকানঘর আগুনে পুড়ে গেছে। শনিবার ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায় প্রতিষ্ঠান গুলো হলো- চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আদর্শ লাইব্রেরী, অভিরুচি সুইটস, শিউলি মেডিকেল, হারুন স্টোর, আদর্শ টেলিকম, লোকনাথ সেলুন ও আলাউদ্দিনের পত্রিকা এজেন্সিসহ ১০টি দোকানঘর।
স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের অভিরুচি সুইটসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ১০টি দোকানঘর।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াছি আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এরপর প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক ও চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।