লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ইয়াবাসহ পৌর কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টু ও তার ভাই মো. সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। আটক খোরশেদ চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর।
বৃহস্পতিবার (২১ জুন) রাতে রামগঞ্জ পৌরসভার কলচমা ওয়ার্ডের মান্দারী বাড়ির সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, কাউন্সিলর খোরশেদ ও তার ভাই সোহেল দীর্ঘদিন থেকে রামগঞ্জ ও হাজীগঞ্জ থানায় মাদক ব্যবসা করছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে।
রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোরশেদ ও সোহেলকে আটক করা হয়েছে। তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও আসামিদের বিরুদ্ধে হাজীগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
রাসেল/