জেলায় আজ ‘ই-ট্রাফিক প্রসিকিউশন’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা শহরের উত্তর তেমুহনীতে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন’ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ই-ট্রাফিক প্রসিকিউশনের মাধ্যমে যেকোন গাড়ির তথ্য তাৎক্ষনিক জানা যাবে। ই-প্রসিকিউশন ব্যবস্থা চালু হওয়ায় এখন থেকে গাড়ির চালককে জরিমানার টাকা জমা দিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যেতে হবে না। জরিমানার টাকা ব্যাংক ও বিকাশ-এর মাধ্যমে জমা দেয়া যাবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান