লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ শুরু

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের চারটি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
রোববার সকাল ৮টায় জেলার ৪৭৭টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
সকালে ভোট শুরু সময় ভোটারদের কেন্দ্রে লাইন ধরে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করতে দেখা যায়। এ ছাড়াও, আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতিও দেখা গেছে।
এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
এবার লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১৪ লাখ ৯৬ হাজার ৫৯৬। তাদের মধ্যে নারী ভোটার ৭ লাখ ২২ হাজার ৩৯৯, পুরুষ ভোটার ৭ লাখ ৭৪ হাজার ১৯৩। আর হিজড়া ভোটার চারজন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন প্রার্থী।
নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে জেলায় সেনাবাহিনীর ৩৪৫ জন সদস্য, ১০ প্লাটুন বিজিবি, র্যা বের ৮টি পেট্টোল টিম, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।