লক্ষ্মীপুরের কমলনগরে বৃহস্পতিবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৬১ বছর বয়সী এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
তিনি স্থানীয় সুফিয়া দারুল আমান ইসলামিয়া দাখিল মাদরাসার আররি বিষয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া হাফিজিয়া মাদরাসা এলাকার বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। বুধবার বিকালে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত শিক্ষকের শরীরে করোনাভাইরাসের লক্ষণ আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আপছার জানান, এ ঘটনায় মৃত ওই শিক্ষকের বাড়িসহ তিনটি বাড়ির ১২টি পরিবার লকডাউনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৩৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।