লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা

স্কুল-কলেজসহ ২৭ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে জেলা সদরে শুরু হয়েছে ২দিনব্যাপী জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। আজ দুপুরে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মকবুল হোসেন এসময় উপস্থিত ছিলেন।
মেলায় লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা বায়োফ্লোক পদ্ধতিতে মাছ চাষ, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় নবায়ন যোগ্য আদর্শ গ্রাম, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় গ্রামীণ নগরায়ন, পৌর শহীদ স্মৃতি একাডেমি সহজলভ্য গ্যাস প্রকল্পসহ ২৭ টি প্রতিষ্ঠানই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী করেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। (বাসস)