লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়ার বকুল তলা এলাকায় বুধবার দিবাগত রাতে দুপক্ষের‘গোলাগুলিতে’দুই যুবক নিহতের কথা জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- দজিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন ও রড়ইতোলা গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে খোরশেদ আলম।
পুলিশের দাবি, নিহত দুজনেই তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তবে পরিবারের দাবি, তিনদিন আগে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদের ভাষ্য, সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়ার বকুল তলা এলাকায় বুধবার দিবাগত রাতে গোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে ভোর রাতে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসির দাবি, ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক, একটি এলজি, চার রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুই সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সূত্র:ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান