লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিন চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃতের নাম মুক্তা আক্তার (১৭)। মুক্তা একই গ্রামের মুক্তার হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, ঘরের বাহিরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মুক্তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আজকের বাজার/একেএ