লক্ষ্মীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা দেয়ার ঘটনায় মোটরসাইকেলটির আরোহী ও পথচারী দুজনই নিহত হয়েছে।
সোমবার রাতে জেলার রায়পুর-ফরিদগঞ্জ সড়কের চরপাতার পাটওয়ারীর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা মোটর সাইকেল আরোহী জাহিদ হোসেন রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার খোকন মিয়ার ছেলে। আর পথচারী শাহদাত হোসেন ফরিদগঞ্জ উপজেলার সোলোয়মান হোসেনের ছেলে।
রায়পুর থানার উপ পরিদর্শক (এসআই) আরফিন হোসেন জানান, জাহিদ সন্ধ্যায় রায়পুর শহর থেকে মোটরসাইকেল নিয়ে ফরিদগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শাহদাতকে চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে জাহিদ ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় আহত পথচারী শাহাদাতকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এসআই আরফিন বলেন, ময়নাতদন্তের জন্য জাহিদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।