লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া বাজার এলাকায় ট্রলির ধাক্কায় সুফিয়া আক্তার (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সুফিয়া আক্তার সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রাম মৃত হারিছ মিয়ার স্ত্রী। তিনি রায়পুর বেঙ্গল স্যু ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক সড়ক ২ ঘণ্টা অবরোধ করে শ্রমিকরা। এ সময় একটি অটোরিকশা ও ট্রাক্টর ভাংচুর করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান জানান, সকালে সুফিয়া আক্তার বাড়ি থেকে বের হয়ে নিজ কর্মস্থল বেঙ্গল স্যু ফ্যাক্টরির সামনে পৌঁছালে একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রলিচালক মুরাদ হোসেনকে আটক করা হয়েছে।
আজকের বাজার/একেএ