শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
লক্ষ্মীপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
প্রকাশিত - আগস্ট ১৭, ২০১৮ ৬:৪৫ পিএম
লক্ষ্মীপুরে একই পুকুরে পড়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো-একই গ্রামের খলিলুর রহমানের ছেলে বায়েজিদ (৭), ফিরোজ আলমের ছেলে মো. আলী (৫) ও জাহাঙ্গীরের ছেলে ইয়ামিন (৭)। আলী ও ইয়ামিন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
সদর থানার ওসি লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঢালি বাড়ির’ তিন শিশু তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায়। এক পর্যায়ে বেলা সাড়ে ৩টায় পানিতে পরে গেলে তাদের মৃত্যু হয়।
তবে স্বজনদের ধারণা এক শিশু পানিতে পড়ে গেলে অপর দুই শিশু তাকে উদ্ধারের চেষ্টা কালে তাদেরও পানিতে ডুবে মৃত্যু হয়।
আজকের বাজার/এমএইচ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.