লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ মে) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার পোড়াগাছা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ভাই-বোনের নাম বিথি (৮) ও ওয়ালিদ (৫)। নিহত দুই শিশু পোড়াগাছা ইউনিয়নের মো. ফিরোজ কবিরের সন্তান।

নিহতদের মামা সাহাব উদ্দিন চৌধুরী জানান, বিথি ও ওয়ালিদ নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ভাই-বোনের কেউ একজন পানিতে পড়ে গেলে অপরজন বাঁচাতে গিয়ে একই সঙ্গে তাদের মৃত্যু হয়।

রামগতি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক বলেন, ভাই-বোনের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি মর্মান্তিক ও দুঃখজনক।

আজকের বাজার/একেএ