ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে পল্লী বিদ্যুৎ এলাকার কাছে বৃহস্পতিবার সকালে পিকআপ ভ্যান খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। নিহতরা হলেন- নুরুল আমিনের ছেলে খোরশেদ আলম (৩৫), পাটোয়ারীর ছেলে রফিকুল্লাহ (৫৫) এবং সদর উপজেলার নাজির আহমেদের ছেলে মফিজুল্লাহ (৫৫)। তারা সবাই নির্মাণ শ্রমিক ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সকাল ৯টার দিকে শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ভ্যানের টায়ার বিস্ফোরণ হয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হয়। আহত হয় আরো আটজন। আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলে জানান তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান