লক্ষ্মীপুরে পিকআপ চাপায় মো. ইব্রাহিম হোসেন শাকচর নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলার হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম এলাকার মো. দুলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ১ম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে মায়ের সাথে স্কুলের দিকে যাচ্ছিল ইব্রাহিম হোসেন। হাজির বাজার এলাকায় পৌঁছালে মায়ের হাত থেকে দৌড়ে রাস্তা-পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ইব্রাহিম হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় সে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
আজকের বাজার/এমএইচ