জেলা সদরের পুকুরের পানিতে ডুবে নাফিজা (৮) ও তার ভাই মো. ওমরের (৫) মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের কামালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিজা স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও ওমর প্লে শাখার ছাত্র। তারা কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর ঘাটে গেলে পা পিছলে ওমর পানিতে পড়ে যায়। এসময় ভাইকে বাঁচানোর জন্য নাফিজাও পানিতে নামে। এতে দু’জনেই পানিতে ডুবে যায়। পরে ওমর ও নাফিজাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনিশিশু দু’টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একসঙ্গে দু’টি সন্তানের মৃত্যু খুব বেদনাদায়ক। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। (বাসস)
লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
![](https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2024/05/image-138587-1716297429.jpg)