জেলার সদর উপজেলার নয়টি ইউনিয়নে আজ করোনা পরিস্থিতিতে কর্মহীন ও নিম্নআয়ের সাড়ে চারহাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রি বিতরণ করেন।
এসময় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. হুমায়ুন কবির পাটওয়ারী, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমরান হোসেন নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান