লক্ষ্মীপুরে বন্ধুকযুদ্ধে নিহত ১

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকায় শনিবার ভোর রাতে বন্ধুকযুদ্ধে এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ।

নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে না পারলেও তাকে ডাকাতদলের সদস্য দাবি করছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়ার জানান, সদর উপজেলার শাকচর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। শনিবার ভোর রাতে ডাকাত দলের দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

ওসির দাবি, পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় সদর থানা পুলিশের এএসআই মোতাহের হোসেন ও পুলিশ কনস্টেবল সোহেল রানা আহত হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ কে এম আজিজুর রহমান মিয়া আরও বলেন, নিহত ডাকাতের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি ডাকাতদলের সদস্য এটা নিশ্চিত। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাজার/এমএইচ