জেলায় বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত বেকারদের দক্ষ মানব সম্পদে রূপান্তরে কাজ করছে শহর সমাজসেবা কার্যালয়। মঙ্গলবার দুপুর ১২টায় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, সার্ভে আমিনতি ও স্পোকেন ইংলিশ কোর্সের নতুন ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ তিনটি কোর্সে প্রায় ১৫০ জন প্রশিক্ষণার্থী রয়েছেন।
শহর সমাজসেবা কার্যালয় সমন্বয় পরিষদের সভাপতি আবুল খায়ের স্বপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী। এসময় শহর সমাজসেবা কার্যালয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. শরীফ হোসেন ও প্রশিক্ষক মো. আবদুর রশীদসহ বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে লক্ষ্মীপুর শহর সমাজসেবা কার্যালয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কোর্সে শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকার প্রায় ৩ হাজার বেকার যুবক-যুবতী এ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে দেশে-বিদেশে চাকুরী ও উদ্যোক্তা হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান